
গত কয়েকদিন যাবত চাকরিপ্রত্যাশীরা চাকরির আবেদন করার পর টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে গিয়ে বেশকিছু সমস্যার মধ্যে পড়েছেন তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ১ম এসএমএস ১৬২২২ তে পাঠানোর পর রিসিভ করে ২য় এসএমএস প্রেরণ করে কিন্ত ২য় এসএমএস পাঠালে এর বিপরীতে ফিরতি এসএমএস পাওয়া যাচ্ছেনা, ৫/৬ ঘন্টা পর যেই এসএমএস আসে তাতে লিখা থাকে “Sorry, please try again after 7 AM.” এর পর আবার এসএমএস প্রেরণ করলে কোনো উত্তর আসেনা। কিন্ত কেন টেলিটকে চাকরির আবেদন ফি বিগত কয়েকদিন নিচ্ছেনা এর সদউত্তর এখনো মেলেনি। টেলিটকের হেল্পলাইন নাম্বার ১২১ এ কয়েকবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ করেনি।
Bangladesh Public Service Commission (PSC) এর অধীনে Non-Cadre পরিক্ষার মাধ্যমে Ministry of Primary and Mass Education এর Head Master পদে সরসরি নিয়োগ পরিক্ষার জন্য আবেদন করতে গিয়ে আবেদন প্রত্যাশীরা এমন সমস্যার সম্মুখিন হন। এই নিয়োগ পরীক্ষার আবেদনের মেয়াদ আগামী ২০ অক্টোবর ২০২৫ ইং তারিখে শেষ হবে।
এখন প্রশ্ন হলো যারা এখনো আবেদন ফি জমা দিতে পারেনি তাদের আবেদন ফি কি আবেদনের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নেওয়া হবে? নাকি আবেদনের মেয়াদ বাড়ানো হবে? এ ব্যাপারে কারো কোন ক্লিয়ার মন্তব্য নেই। দ্য গ্রেট ট্রিবিউন এমন একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এসব বিষয়ে জানতে পেরেছেন। তিনি এটাও বলেন যে এটা একটা সিরিয়াস বিষয় হলেও জ়াতীয় মিডিয়ার এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ নেই।