প্রথমে ব্রেডের চার পাশ কেটে নিয়ে অনেক বেশি করে মেয়োনিজ লাগিয়ে সেদ্ধ করা সবজি দিতে হবে
এবার বেবিকন দিয়ে একে একে নুন, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লেক্স গুড়ো ও চিজ গ্রেট করে দিয়ে সেন্ড উইচ মেকারে দিয়ে দিলেই তৈরি ভেজিটেবল স্যান্ডউইচ রেসিপি। অথবা ফ্রাই প্যানে অল্প বাটার দিয়ে ভেজে নিন দুই পিঠ তাহলেই রেডি।
মাঝখান থেকে কেটে সস দিয়েপরিবেশন করতে হবে। আরো বেশি রেসিপি সম্পর্কে জানতে ভিসিট করুন “দ্য গ্রেট ট্রিবিউন”।