Skip to content
	
	
		
	
		
		
	
		
			
	
		
		
		
			
চিকেন টিকিয়া কাবাব রেসিপি
চিকেন টিকিয়া কাবাব রেসিপি তৈরি করতে যেসব উপকরন লাগেঃ
- মুরগির বুকের মাংস- আধা কেজি
 
- ছোলার ডাল- ১/২ কাপ
 
- আদা বাটা- ১ চা চামচ
 
- রসুন বাটা- ১ চা চামচ
 
- জিরা গুঁড়া- ১/২ চা চামচ
 
- পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ
 
- কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ
 
- গোল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
 
- ডিম- ১টি
 
- গরম মসলার গুঁড়া- ১/২ চা চামচ
 
- লবণ- স্বাদ অনুযায়ী
 
- তেল- ভাজার জন্য
 
কাবাক রেসিপি যেভাবে তৈরি করবেনঃ
- ছোলার ডাল অল্প পানি সেদ্ধ করে নিন। 
 
- মুরগির বুকের মাংস মিহি কিমা করে নিন। 
 
- এবার একটি প্যানে তেল গরম করে তাতে লবণ, চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া ও গরম মসলার গুঁড়া দিয়ে দিন। 
 
- মাংসের কিমা খুব ভালোভাবে কষিয়ে নিন। 
 
- চিকেন কিমা সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। 
 
- মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এতে সেদ্ধ করে রাখা ছোলার ডাল মিশিয়ে দিন। 
 
- তারপর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
 
- একটি ডিম ফাটিয়ে নিয়ে মিশ্রণে যোগ করুন। সব উপকরণ একসাথে চটকিয়ে নিতে হবে।
 
- এবার হাতের তালুতে একটু তেল মেখে চিকেনের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে টিকিয়ার আকারে শেপ দিয়ে দিন।
 
- একটি প্যানে তেল গরম করতে দিন।
 
- তেল গরম হয়ে আসলে টিকিয়াগুলো ধীরে ধীরে ছাড়ুন।
 
- টিকিয়াগুলো ডীপফ্রাই করতে পারেন আবার অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন।
 
- মাঝারি আঁচে টিকিয়াগুলো ভেজে নিন। এক পাশ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে দিন। 
 
- সোনালি রং হয়ে এলে তেল থেকে নামিয়ে কিচেন টিস্যুতে রাখুন। বাড়তি তেল ঝরে যাবে।
 
-  এবার গরম গরম পরিবেশন করুন। লেখক ও আরো বেশি রেসিপি সম্পর্কে জানতে ভিসিট করুন “দ্য গ্রেট ট্রিবিউন”।
 
Like this:
Like Loading...
 
	
Related