পিয়াজ রান্নার মসলার কয়েকটির একটি প্রধান মসলা হিসাবে কাজ করে। আমাদের দেশে রান্নার কাজে পিয়াজের বিকল্প হিসাবে কোনো কিছুকে ভাবতেই পারেন না। পিয়াজ ঠিকঠাক না হলে যেন রাধুনীর রান্না-ই চলে না। পিয়াজ শুধু রান্নার কাজে মসলা হিসাবেই ব্যবহার হয় না, রুপচর্জার কাজেও কিন্ত এর ব্যবহার কম নয়। চলুন জেনে নেই, রুপচর্জার কাজে পিয়াজ ব্যবহার করে কিভাবে চুল লম্বা করবেন?
চুল লম্বায় পিয়াজের রসঃ
পিয়াজের রস চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। শুধু চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজাতেই সাহায্য করে না বরং চুল লম্বা করতেও বেশ ভুমিকা পালুন করে।
একটি পিয়াজ নিয়ে এটি ভালোভাবে পরিস্কার করে চার টুকরো করে কেটে ব্লেন্ড অথবা শিলপাটায় ভালোভাবে বেটে পেস্ট করে নিন। তারপর ছাকুনি দিয়ে ছেকে নিন। এবার পিয়াজের রসটুকু যেকনো তৈলের সাথে মিশিয়ে নিন, সবচেয়ে ভালো হয় নাড়িকেল তৈলের মিশ্রন। কটনপ্যাডে ভিজিয়ে চুলের গোড়ায় লাগান, কিছুক্ষন রেখে স্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এবং সবশেষ চুল শুকিয়ে নিন, সম্পূর্ন চুলে তৈল লাগান। তৈল ম্যাসাজে রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে চুল দ্রুত বৃদ্বি পায়।
সাপ্তাহে অন্তত তিন দিন চুলে তৈল দেওয়ার অভ্যাস করতে হবে। প্রতিদিন সময় নিয়ে চুল আচড়ান এতে ভাড়বে চুলের ঘুনগত মান।
চুল লম্বায় মেথিঃ
চুলের দৈর্ঘ বাড়াতে মেথি মাস্কের বিকল্প নেই। অল্প মেথি নিয়ে পানিতে ভিজ়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
আরো বেশি তথ্য সমৃদ্ধ ব্লগ/নিউজ জানতে দ্য গ্রেট ট্রিবিউন সাথে থাকুন।