
জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন হান্নান মাসউদ ও জেদনী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক বাগদান অনুষ্ঠিত হয়। মাসউদের বাগদানের খবর প্রকাশের পর থেকেই কৌতূহল শুরু হয় জনমনে। কে সেই পাত্রী, যার সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ।
পাত্রী শ্যামলী সুলতানা জেদনীর বাড়ি লক্ষীপুর।তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্ম নেওয়া আবদুল হান্নান মাসউদ বাংলাদেশের তরুণ রাজনীতিতে উদীয়মান এক নেতা। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন আবদুল হান্নান মাসউদ। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল হান্নান মাসউদ।